শরীর ভালো রাখতে প্রতিদিন বহু পুষ্টিকর খাদ্য খান আপনি। তবে একটা পুষ্টিকর কিন্তু সহজলভ্য খাদ্য আছে আপনার সামনে সেটা এবার থেকে রোজ খান। ঠিক ধরেছেন টক দই এর কথাই বলা হচ্ছে। যদি রোজ খাওয়ার পর একবাটি করে টক দই খান তাহলে আপনার শরীর থাকবে সতেজ ও ঝরঝরে। প্রতিটি মরসুমে আপনি খেতে পারেন দই, এর কোনপ্রকার নেতিবাচক প্রভাব পরবে না আপনার শরীরে। তবে, অবশ্যই টাটকা সাদা দই খেতে হবে আপনাকে তবেই আপনার শরীর থাকবে তরতাজা। আসুন আজ জেনে নিন দইয়ের ১০ টি গুণাবলি: ১) দইয়ের মধ্যে আছে ল্যাকটিক...

